Khoborerchokh logo

চট্টগ্রামে ওষুধ-কাঁচাবাজার ছাড়া সন্ধ্যা ৬টার পর সব বন্ধ 88 0

Khoborerchokh logo

চট্টগ্রামে ওষুধ-কাঁচাবাজার ছাড়া সন্ধ্যা ৬টার পর সব বন্ধ

চট্টগ্রামে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সব বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে এই ঘোষণা দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসন জানায়, চট্টগ্রামে রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এ পরিস্থিতি ওষুধের দোকান এবং কাঁচাবাজার ছাড়া সবগুলো সন্ধ্যা ৬টার পর থেকে বন্ধ থাকবে। অর্থাৎ বিপণিবিতান, খাবারের দোকানসহ যাবতীয় সব দোকানপাট বন্ধ রাখতে হবে। এটি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এই নির্দেশনা মেনে চলছে কি না তা তদারকির জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন বলে জানায় জেলা প্রশাসন।
১৪ এপ্রিল পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, পরবর্তী সময়ে করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ৫১৮ করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে এক ব্যক্তি মারা গেছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com